Logo
Logo
×

জাতীয়

যে বিবেচনায় সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড বাতিল চাইবেন আইনজীবী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম

যে বিবেচনায় সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড বাতিল চাইবেন আইনজীবী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে অসুস্থ বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে আবেদন করবেন তাদের আইনজীবী। ইতিমধ্যে আইনজীবী আবেদন প্রস্তুত করেছেন।

বুধবার দোকান কর্মচারী হত্যা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অপর দিকে তাদের আইনজীবী আবুল হাসান শাহেদ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করবেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবী আবুল হাসান শাহেদ বলেন, সালমান এফ রহমান ও  আনিসুল হক ঘটনার সঙ্গে জড়িত না। এ মামলার এজহারে বাদী বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত বিএনপি, জামায়াত ও শিবিরের সদস্যরা। 

মামলার এজহার অনুযায়ী ঘটনা তারা ঘটিয়েছেন বিএনপি, জামায়াত ও শিবিরের লোকজন। তাহলে সালমান এফ রহমান ও আনিসুল হককে কেন রিমান্ডে নেওয়া হবে। আমি আশা করছি রিমান্ড বাতিল হবে।

বুধবার নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম