বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম
![বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/14/image-837936-1723627381.jpg)
ছবি সংগৃহীত
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, আজ থেকে বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, ভিসা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন তারা।
উপস্থিত সাংবাদিকদের সৌদি রাষ্ট্রদূত বলেন, আজকে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হত।
দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে আশা প্রকাশ করে তিনি আরো বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি, দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিতে আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে সৌদি দূত বলেন, এ রকম কোনো তথ্য নেই তার কাছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক গণআন্দোলনে অচল হয়ে পড়ে দেশ। সরকার পতনের এক দফা আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ব্যাংক বন্ধের কারণে ভাটা পড়ে রেমিট্যান্সেও। অন্তবর্তীকালীন সরকার শপথের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের সামগ্রিক কার্যকম।