৬ দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
![৬ দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/14/image-837925-1723623768.jpg)
৬ দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ
ছয় দফা দাবিতে ‘বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের’ ব্যানারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন ১০ম-২০তম গ্রেডের এক দল কর্মচারী।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ে সিনিয়র সচিবের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় নিজ কক্ষে অবস্থান করছিলেন সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীছ।
বিক্ষোভকারীদের ৬ দফা দাবি–
১. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করে ‘উপ-সহকারী সচিব’ পদনাম দিতে হবে।
২. বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। যা বিভিন্ন ক্যাডারে ইতোপূর্বে করা হয়েছে।
৩. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপ-সহকারী সচিব’ করতে হবে।
৪. ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘সাচিবিক সহায়ক’ করতে হবে।
৫. সচিবালয় ভাতা চালু করতে হবে (যা বিভিন্ন দপ্তরে/বিভাগে বিদ্যমান আছে)।
৬. বৈষম্যহীন ৯ম পে-স্কেল অতিসত্ত্বর বাস্তবায়ন করতে হবে। (সর্বশেষ পে-স্কেল ঘোষণা হয়েছিল ২০১৫ সালে যা আজ প্রায় ১০ বছর অতিক্রম করছে)
উল্লেখ্য যে, কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রদানে বাধা প্রদানের জন্য জারি করা ১৪৪ ধারা এবং আইসিটি আইন/সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করতে হবে।