Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ

অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের যে আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১০:৫০ এএম

অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের যে আহ্বান

জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক এ কথা বলেন। বিষয়টি জাতিসংঘ ওয়েবসাইট ও টুইটার পোস্টেও নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারকে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

বাংলাদেশের জনগণের প্রতি পুরোপুরি সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এছাড়া সব ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন অ্যান্তোনিও গুতেরেস।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম