ইসলামী ব্যাংকে হামলা:
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: অর্থ উপদেষ্টা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম
![জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: অর্থ উপদেষ্টা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/11/image-836582-1723360129.jpg)
ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কর্মকর্তাদের অর্থের অপচয় রোধ ও প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ
এছাড়া বৈঠকে চ্যালেঞ্জ হিসাবে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা সচল এবং কর্মসংস্থান সৃষ্টি করার কথা তিনি বলেছেন।
আজ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।