Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে থেকেই চুক্তিতে থাকা তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ গত মাস থেকে আরও বাড়ানো হয়েছিল। 
প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয়ের বার্তা

চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। সেই মেয়াদ শেষে গত ৫ জুলাই থেকে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।

এদিকে চুক্তি ভিত্তিতে থাকা প্রশাসনের আরও কয়েক কর্মকর্তার চুক্তির মেয়াদ বাতিল হতে পারে বলে প্রশাসনে আলোচনা চলছে। 

এরই মধ্যে এর আগে বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা তত্পর হয়েছেন। মঙ্গলবার আইজিপি পদে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে মো. ময়নুল ইসলামকে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম