ফাইল ছবি
গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন। তবে এরমধ্যে পশ্চিমা কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চাইলেও মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। তাই আপাতত অন্য কোনো দেশে আশ্রয় পাওয়ার আগে সেখানেই আরও কিছুদিন থাকতে হবে তাকে।
এদিকে শেখ হাসিনার ভারতে পা রাখা নিয়ে সে দেশে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত এ বিষয়টিকে সাদরে গ্রহণ করেছেন।
এক্স হ্যান্ডেলে কঙ্গনা লিখেন, ভারত হলো তার আশেপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী (সাবেক) ভারতে সুরক্ষিতবোধ করেন। কিন্তু যারা ভারতে থাকে তারা বারেবারে প্রশ্ন করে কেন হিন্দু রাষ্ট্র? কেন রাম রাজ্য? কেন সেটা তো বোঝাই যাচ্ছে!!
এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লেখেন, মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সৌভাগ্যবান যে রাম রাজ্যে থাকি। জয় শ্রী রাম।