Logo
Logo
×

জাতীয়

আন্দোলনে বিজয়ের পর দেশবাসীকে আইনজীবী মানজুরের অনুরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

আন্দোলনে বিজয়ের পর দেশবাসীকে আইনজীবী মানজুরের অনুরোধ

ফেসবুক লাইভে তানজিমউদ্দিন খান (বামে) ও মানজুর আল মতিন (ডানে)। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গোটা দেশে বিজয় উল্লাস চলছে। তবে এর মধ্যে বিচ্ছিন্নভাবে দেশের কিছু স্থানে সহিংসতার অভিযোগ উঠেছে। এসবের মাধ্যমে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনকে ‘কলুষিত’ না করতে অনুরোধ করেছেন গণমাধ্যমকর্মী এবং আলোচিত আইনজীবী মানজুর আল মতিন।

আজ সোমবার বিকেল পৌনে ছয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক লাইভের মাধ্যম দেশবাসীকে অভিনন্দ জানান মানজুর, ‘সবাইকে অভিনন্দন জানাচ্ছি। একটা বড় বিজয় হয়েছে আমাদের। স্বৈরাচারের পতন হয়েছে। সারা দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। যারা এতদিন আন্দোলনে ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একইসাথে স্মরণ করছি, যারা প্রাণ দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ করেছেন, এই মহান অর্জনের জন্য। তাদের সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

এরপরই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে এই আইনজীবী যোগ করেন, ‘তবে এর মধ্যে বেশকিছু দুশ্চিন্তার খবর আমরা পাচ্ছি। গণভবনে লুটপাট দেখেছি, জাতীয় সংসদ ভবনে লুটপাট দেখেছি। আরও অনেক জায়গাতে হামলার ঘটনা আমরা দেখছি। সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ পাচ্ছি। আমাদের সন্তানদের বিরাট মহান এই আন্দোলনকে দয়া করে কলুষিত করবেন না। এই আন্দোলন একটা বড় অর্জন।’

তার সঙ্গে লাইভে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিমউদ্দিন খান। শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনাকে নস্যাৎ না করতে অনুরোধ করে তিনি বলেন, ‘এই অভ্যুত্থান সাধারণ মানুষের, বাংলাদেশের সব মানুষের। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নতুন বাংলাদেশ তৈরির সম্ভাবনা আমাদের সামনে নিয়ে এলেন। এই সম্ভাবনাটাকে আমরা কোনোভাবেই আমরা নস্যাৎ করতে চাই না। একটা বৈষম্যহীন, সাম্য এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম