ছাত্র-জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম
ছবি-যুগান্তর
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন।
রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
সেনাবাহিনীর উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন।
‘খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে’ যোগ করেন তিনি।