নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম
ছবি সংগৃহীত
৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে উত্তাল সারাদেশ। রাজধানী ঢাকার পাশাপাশি বিক্ষোভের রেশ ছড়িয়েছে আশপাশের জেলাগুলোতেও। মিছিলের পর সড়কে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
শনিবার সকাল ১০টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে সাড়ে ১১টার দিকে একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়ায় এসে আশেপাশের গুরুত্বপূর্ণ চারটি সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
এ সময় ছাত্র-জনতা হত্যার প্রতিবাদসহ বিভিন্ন স্লোগান তুলে ধরেন শিক্ষার্থীরা। সড়কের বিভিন্ন স্থানে রংতুলি ও স্প্রে দিয়ে প্রতিবাদী স্লোগান লিখেছেন তারা।
সড়ক অবরোধ করায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিক্ষোভের বিস্তৃতি বাড়তে থাকলেও সকাল থেকে শহরে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।
তবে, বেলা ১২টার দিকে বিজিবির কয়েকটি গাড়ি চাষাঢ়ায় পুলিশ বক্সের সামনে দেখা গেলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।