Logo
Logo
×

জাতীয়

কোটা আন্দোলন: সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম

কোটা আন্দোলন: সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ছবি সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমন (১৭) নামের ওই কিশোর মারা যান। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ মো. বাচ্চু মিয়া।  

জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হন ইমন।গুরুতর অবস্থায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

ইমনের বড় বোন তাহমিনা জানান, গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে, নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ইমন। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।  
ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন তিনি।

কোটা আন্দোলন ঘিরে এ নিয়ে সারা দেশে মৃত্যু ছাড়াল অন্তত ২১১।  

সূত্র: বিবিসি বাংলা
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম