প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি
বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
চলতি বছরের মার্চে প্রত্যয় স্কিম চালুর ঘোষণা দেওয়া হয়। পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।
এ বছরের জুনের মাঝামাঝি সময়ে সরকারের সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়।
এর প্রতিবাদে গত ১ জুলাই থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের দাবি ছিল, সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল করা।
জুনের মধ্যে শিক্ষকদের এ দাবি না মানায় গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা। বন্ধ হয়ে যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের ক্লাস পরীক্ষা।