এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই: রুমিন ফারহানা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকারের আর এক মুহুর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই।
তিনি আরও বলেন, জামাত-শিবির ট্যাগ এখন একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার একদিকে।
সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার কি আঙুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কী স্থাপনার চেয়েও কম? শুরুতেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেছেন। স্থাপনার জন্যে চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি পদ্মা সেতু বা মেট্রোরেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম।
বিএনপি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই।
তিনি বলেন, লাল প্রতিবাদের রঙ, লাল রক্তের রঙ, লাল আন্দোলনের রঙ, লাল গণমানুষের রঙ। লাল অশনি সংকেত না, কালো অশনি সংকেত।