Logo
Logo
×

জাতীয়

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দায় ইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দায় ইইউ

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দায় ইইউ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে ব্যবহৃত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছেন। 

এতে বলা হয়, ইইউ ফরেন পলিসি প্রধান বোরেল এক বিবৃতিতে বলেন, ‘বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি আরও দাবি করেন, মৌলিক অধিকারের প্রতি ‘পুরোপুরি শ্রদ্ধা’ বজায় রাখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম