Logo
Logo
×

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে বাবুল হাওলাদার (৫০) নামে ওই ব্যক্তি ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান। কোটা আন্দোলন ঘিরে সংঘাতে এ নিয়ে সরকারি হিসাবে সারা দেশে ১৫১ জন মারা গেলেন।

নিহত বাবুলের স্বজনেরা জানান, পেশায় রংমিস্ত্রি ছিলেন তিনি। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আপোর পশ্চিম পাড়া গ্রামের মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে বাবুল। বর্তমানে রাজধানীর উলন নারিকেলবাগ আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

বাবুলের শ্যালক সাজু বেপারি বলেন, ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগে সংঘর্ষের মধ্যে পড়েন বাবুল। সেখানে পুলিশের গুলিতে আহত হন তিনি। তার বাম হাতে ও গলার নিচে গুলি লাগে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম