Logo
Logo
×

জাতীয়

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন সংসদীয় কমিটির

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৯:৪৮ পিএম

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন সংসদীয় কমিটির

কোটা আন্দোলনের সময় সহিংসতা এবং অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার বিটিভি ভবন পরিদর্শন করেন। অন্য দুই সদস্যরা হলেন কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী।

পরিদর্শন শেষে কমিটির সভাপতি বলেন, ১৮ জুলাই যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা স্বাধীনতার পর বাংলাদেশে কখনোই দেখা যায়নি। এই ধ্বংসযজ্ঞ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চালানো সম্ভব নয়। প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী, জঙ্গিরাই এই নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে। এসব মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জঙ্গি ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম