Logo
Logo
×

জাতীয়

মতিউরের স্ত্রীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম

মতিউরের স্ত্রীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন বাতিল করেছেন আদালত। 

রোববার লায়লা কানিজ শুনানিতে উপস্থিত না থাকায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সালাম হিমেল জানান, রোববার শুনানির দিন ধার্য ছিল। তবে আবেদনকারী লায়লা কানিজ আদালতে উপস্থিত হননি।

এ জন্য আদালত শুনানি ছাড়াই আবেদনটি বাতিল করেন। পরে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।
গত ২৪ জুন দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। 

পরে ৩০ জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আবেদন করেন লায়লা কানিজ। ওই বিষয়ে শুনানির জন্য আদালত ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম