Logo
Logo
×

জাতীয়

ছাত্র নেতারাই লুকিয়ে রয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

ছাত্র নেতারাই লুকিয়ে রয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে আহত অবস্থায় অনেককেই পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। 

ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট (গ্রেফতার) করিনি। বরং তারাই লুকিয়ে রয়েছেন। তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তাদের সবসময় আশ্বস্ত করেছে যে তোমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। তোমরা এখন (আন্দোলন) উইথড্র করো।

তিনি ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান ।

এছাড়া আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম