Logo
Logo
×

জাতীয়

অবরোধে ঢাকা-টঙ্গী রুটে রেল বন্ধ, মেট্রোরেল চলছে যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম

অবরোধে ঢাকা-টঙ্গী রুটে রেল বন্ধ, মেট্রোরেল চলছে যেভাবে

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে একদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। তাদের অবরোধের কারণে ঢাকা থেকে টঙ্গী হয়ে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, মহাখালী ও তেজগাঁওয়ে অবরোধের কারণে এই পথ দিয়ে চলাচলকারী ট্রেন ছাড়া হয়নি। স্বাভাবিক সময়ে বেশিরভাগ ট্রেন এই পথে চলাচল করে।

মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সংঘর্ষ হওয়ার পরে মেট্রোরেল বেলা ২টা থেকে মতিঝিল-আগারগাঁও পর্যন্ত যাতায়াত করছে। আর মিরপুর-১১ থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত করছে। আগারগাঁও থেকে মিরপুর–১০ পর্যন্ত অর্থাৎ কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন আপাতত বন্ধ আছে।

ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে।

ঢাকায় বৃহস্পতিবার সড়কে যানবাহন চলাচল কম। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকা থেকে যানবাহন চলাচল বন্ধ। এর মধ্যে রেল চলাচল বন্ধের খবর এলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম