Logo
Logo
×

জাতীয়

জবিতে হতাহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:৫৮ এএম

জবিতে হতাহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অনেকে হতাহত হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সামনের অংশে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন করেন।

শনির আখড়া রণক্ষেত্র, টোলপ্লাজা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি সংবাদমাধ্যমকে বলেন, ‘এরই মধ্যে সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের নির্যাতনের কারণে যেসব ভাইবোনেরা নিহত, আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মোমবাতি প্রজ্বলন করি। নিহত যারা হয়েছেন তাদের জন্য স্মরণসভাটি করেছি এবং দুই মিনিট নিরবতা পালন করেছি।’

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনে রংপুর, চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম