Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থীদের পিটিয়ে ফার্মগেট থেকে সরালেন আ.লীগ নেতাকর্মীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম

শিক্ষার্থীদের পিটিয়ে ফার্মগেট থেকে সরালেন আ.লীগ নেতাকর্মীরা

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার ফার্মগেটে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়কে আন্দোলনকারীদের পিটিয়ে ফার্মগেট থেকে সরিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ২টার দিকে ফার্মগেট পুলিশ বক্স মোড় অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর পৌনে ৩টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা মেট্রোরেল রেলস্টেশন ও আশপাশের কলেজের সামনে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। 

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের ওপর থেকে নির্দেশনা আছে, সড়ক অবরোধ করলে তাদের শক্তহাতে দমন করতে হবে। বিশেষ করে কোটা আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই রাস্তায় নেমে আন্দোলন করতে না পারে। 

আন্দোলনকারী বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী জুবায়ের বলেন, কোটা সংস্কারের দাবিতে আমাদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করেছে। সোমবার আমাদের অনেক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি আছেন। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফার্মগেটে আন্দোলন বা অন্যদের প্রতিহত করার ব্যাপারে আমরা কিছু জানি না। ফার্মগেটে শিক্ষার্থীদের সড়কে আন্দোলন করার ব্যাপারে শুনেছিলাম। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাইনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম