Logo
Logo
×

জাতীয়

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনমূলক সভা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:৪৫ পিএম

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনমূলক সভা 

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন এ সভার আয়োজন করে।

সভায় ছাত্রীদের সাইবার ক্রাইম ও গণমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যেকোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে কিভাবে আইনি সহায়তা পাওয়া যেতে পারে সে বিষয়েও তাদেরকে অবহিত করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন উইমেন্স সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম