Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশিদের জন্য খুলল ওমানের শ্রমবাজার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:৪৫ পিএম

বাংলাদেশিদের জন্য খুলল ওমানের শ্রমবাজার

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল বালুশী। ছবি: সংগৃহীত

ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, ওমান সরকার তাদের দেশে থাকা ৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবে। তাদের কোনো জরিমানাও দিতে হবে না।

মঙ্গলবার বিকালে ইস্কাটনে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আবদুল করিম আল বুলুশি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি ভিসা পেলে অদক্ষ জনবল নেওয়ার জন্যও ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দেওয়া হবে।

ওমানের চাহিদা অনুযায়ী জনশক্তি প্রশিক্ষণের জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম