Logo
Logo
×

জাতীয়

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৪২ পিএম

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটির কাছে বর্তমান কমিটির নেতারা দায়িত্ব হস্তান্তর করেন। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে এলআরএফ কার্যালয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শামীমা আক্তার নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফ-উল-আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ উভয় (নবনির্বাচিত ও সদ্যবিদায়ী) কমিটির নেতাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এমপিদের থেকেও সাংবাদিকরা আমার বেশি আপন। কেননা গত এক সপ্তাহ আমার জীবনের হুমকি নিয়ে যে যন্ত্রণায় ভুগছি; কোনো সংসদ সদস্য আমার খোঁজ নেয়নি। আইন সাংবাদিকরা আমার পাশে দাঁড়িয়েছেন। তাই আমি মনে করি সাংবাদিকরাই আমার সহযোদ্ধা ও আদর্শের উত্তরাধিকরী।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে কাজ করতে গিয়ে দেখেছি সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সততার সাথে কাজ করছে। আমি মনে করি, দেশকে সততার সাথে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের আছে। ল’রিপোর্টাস ফোরামের নতুন কমিটি আজকে দায়িত্ব নেওয়ার পর আরও এগিয়ে যাবে বলে মনে করি।   

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকরা বেতন বৈষম্যের শিকার। আজকের ল’রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে- এ প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (ডিআরইউ) সৈয়দ শুক্কুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, মুহাম্মদ ইয়াছিন, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সদস্য মিল্টন আনোয়ার, আবু সালেহ রনি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম