Logo
Logo
×

জাতীয়

এলপি গ্যাসের দাম আরও বাড়ল 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম

এলপি গ্যাসের দাম আরও বাড়ল 

ছবি : সংগৃহীত

ফের ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মার্চ ২০২৪ থেকে সরকার কর্তৃক মাসভিত্তিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সরকার ১ জুলাই থেকে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৭.৭৫ টাকা থেকে ১০৬.৭৫ টাকায় হ্রাস করা হয়। 

এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম