Logo
Logo
×

জাতীয়

মতিউরের স্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিলেন সাংবাদিকরা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:২৮ পিএম

মতিউরের স্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিলেন সাংবাদিকরা 

ফাইল ছবি

সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান।

আবেদন নিয়ে আদালতে হাজির মতিউরপত্নী লায়লা

ডিইউজের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। 

তিনি বলেছেন, বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি। সব থেমে যাবে। তার এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে। এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, উদ্দেশ্যমূলক মন্তব্য করে দুর্নীতির সেসব সংবাদ প্রকাশে বিরত রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

এর পরিপ্রেক্ষিতে এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে আসে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম