Logo
Logo
×

জাতীয়

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন ব্যারিস্টার সুমন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:৪৫ এএম

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন ব্যারিস্টার সুমন

‘অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে’ এমন তথ্য জানার পর থানায় জিডি করেছেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা করা সাধারণ ডায়েরীতে  সুমন উল্লেখ করেছেন, বৃহস্পতিবার ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২ টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারীর মোবাইল  থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’ 

তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ব্যারিস্টার সুমন শনিবার একটি জিডি করেছেন।

আমাকে হত্যা করা হতে পারে: ব্যারিস্টার সুমন

শুক্রবার বিকালে চুনারুঘাটে একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনারা আমার সঙ্গে কেউ সেলফি তুলতে পারবেন না। আমি খবর পেয়েছি, দুই-তিনদিনের ভেতরে একটা গ্রুপ ঘুরতাছে আমারে মারবার লাগি। যেভাবেই হোক আমি খবর পাইছি। আমার সিকিউরিটি-আমি বিশ্বাস করি, উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে আজকে মাঠে আইলনানে, আমি মাঠে আইছি।’ 

এদিকে শনিবার তিনি মাধবপুর উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম