Logo
Logo
×

জাতীয়

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, হোটেল থেকে গ্রেফতার ৬

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৫৮ পিএম

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, হোটেল থেকে গ্রেফতার ৬

ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণার অভিযোগে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেল থেকে মঙ্গলবার রাতে চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি দল। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার গৌরিপাড়া গ্রামের মোসলেম উদ্দিন, একই জেলার নবাবগঞ্জ উপজেলার মহাজেরপুর বামুনগড় গ্রামের আয়েশ উদ্দিন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের রাজু মিয়া, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামের নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান, ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের আব্দুস সামাদ ও নগরীর সাগরপাড়া মহল্লার রায়হানুল ফেরদৌস। 

র‌্যাবের এ অভিযানে আসামি মোসলেম উদ্দিনের পাঞ্জাবির পকেট থেকে স্বচ্ছ পলিপ্যাকে ভাঁজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ অভিযোগে বুধবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় প্রতারণার মামলা হয়েছে। 

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা মূল্যবান খনিজ ধাতু ইউরেনিয়াম বিক্রির কথা বলে দীর্ঘদিন বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম