Logo
Logo
×

জাতীয়

ট্রি অব পিস ইউনেস্কোর অফিসিয়াল পদক নয়, একটি ভাস্কর্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম

ট্রি অব পিস ইউনেস্কোর অফিসিয়াল পদক নয়, একটি ভাস্কর্য

ইউনেস্কোর সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ (Anthony Ohemeng-Boamah) জানিয়েছেন ‘ট্রি অব পিস’ ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এই পদকের ইউনেস্কোর কোনো মর্যাদা নেই। 

তিনি জানান, ট্রি অব পিস (Tree of Peace) ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সেরের একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনোরকমের পরামর্শ করা হয়নি এবং ওই অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস অ্যাওয়ার্ড পেয়েছেন, এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে এলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পাঠান। যার পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রী মহিবুলকে এ তথ্য জানান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম