Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গাদের দেশে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বাড়ানোর আহবান পররাষ্ট্রমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:০০ পিএম

রোহিঙ্গাদের দেশে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বাড়ানোর আহবান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ভূমিকা বাড়াতে জাপানের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার বিকালে বাংলাদেশে সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সঙ্গে বৈঠকে এ আহবান জানান ড. হাছান মাহমুদ। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। 

তিনি গত মে মাসে দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফলকে দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের বিস্তৃত ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। 

বাংলাদেশ ২০২৬ সালে নিম্নআয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার বিষয়ে এ বৈঠকে আলোচনা করেন ড. হাছান মাহমুদ। 

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম