Logo
Logo
×

জাতীয়

‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:২২ পিএম

‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এ প্রদর্শনীতে বাংলাদেশের রাজনীতির নানা কালপর্বের ইতিহাস তুলে ধরা হয়েছে।  

সোমবার বিকালে সংসদ ভবনের নিচ তলায় ‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীর আয়োজন উদ্বোধন করা হয়।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে পৌঁছলে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী তাকে স্বাগত জানান। পরে ফিতা  কেটে ‘মুজিব ও স্বাধীনতা’র উদ্বোধন করেন সরকারপ্রধান। এ সময় স্পিকার ‘মুজিব ও স্বাধীনতা’-এ প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ‘মুজিব ও স্বাধীনতা’র প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ স্থাপনের জন্য স্পিকারসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল, হুইপ মাশরাফী বিন মর্তুজা এবং হুইপ সানজিদা খানম এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যসহ জাতীয় সংসদ-সদস্যরা ‘মুজিব ও স্বাধীনতা’ পরিদর্শন করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম