Logo
Logo
×

জাতীয়

মতিউরের জায়গায় বসলেন সুরেশ চন্দ্র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:১৬ পিএম

মতিউরের জায়গায় বসলেন সুরেশ চন্দ্র

মতিউর রহমান ও কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। ফাইল ছবি

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের নতুন দায়িত্ব পেয়েছেন কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি এ ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

মতিউর ইস্যুতে কী ‘অগ্রগতি’ দুদকের, জানালেন সচিব

এতে বলা হয়, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। 

বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করবেন। সেজন্য তিনি সরকারি নিয়ম অনুযায়ী ‘কার্যভারভাতা’ পাবেন।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর সেই জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র। 

এদিকে কুরবানি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশ্যে এলে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।  এতে আলোচনায় আসেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মো. মতিউর রহমান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম