কোন দেশে বেশি নারীকর্মী পাঠানো হয়েছে, জানালেন প্রতিমন্ত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১১:১৫ পিএম
![কোন দেশে বেশি নারীকর্মী পাঠানো হয়েছে, জানালেন প্রতিমন্ত্রী](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/23/image-819680-1719162856.jpg)
ফাইল ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে।
তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি নারী কর্মী গিয়েছেন সৌদি আরবে।
রোববার জাতীয় সংসদে পারভীন জামানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য দেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ শ্রমশক্তি জরিপ অনুযায়ী তৈরি পোশাক খাতে মোট লোকবল ৪৩ লাখ ১৬ হাজার। যার ৩৭.৫১ শতাংশ অর্থাৎ ১৬ লাখ ১৯ হাজার জন নারী শ্রমিক।
গত এক যুগের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে সব থেকে বেশি মূল্যস্ফীতি হয়েছে।