Logo
Logo
×

জাতীয়

রোববার থেকে চলবে মৈত্রী এক্সপ্রেস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:২১ এএম

রোববার থেকে চলবে মৈত্রী এক্সপ্রেস

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় তিনটি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। 

গত ১৪ জুন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচলকারী এই ট্রেন রোববার  (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু হ‌চ্ছে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। এই ট্রেন দুইটি গত ২১ জুন থেকে চলাচল শুরু করে।

ঈদযাত্রা কাটিয়ে রোববার থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস চলাচল হলে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পুরোদমে চালু হবে রেল যোগাযোগ।

উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম