Logo
Logo
×

জাতীয়

মিরনজিল্লা হরিজন পল্লীতে উচ্ছেদের প্রতিবাদে হিন্দু মহাজোটের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:৫৭ পিএম

মিরনজিল্লা হরিজন পল্লীতে উচ্ছেদের প্রতিবাদে হিন্দু মহাজোটের বিক্ষোভ

ফাইল ছবি

ঢাকার বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীর শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

মানববন্ধন শেষে হিন্দু মহাজোট ঢাকা মহানগরের সহ-সভাপতি শ্রী প্রদীপ দাস হেলার সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য রাখেন- হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাকচী, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস, বিপুল বিশ্বাস, সঞ্জয় ফলিয়া, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়, ঢাকা মহানগর সভাপতি শ্যামল ঘোষ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, হরিজন সেবক সমিতির সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জুমার, মহেশ লাল রাজ, সুদামা দাস, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি তোলন পাল, যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, নির্বাহী সভাপতি জয়দেব কুমার জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু, নির্বাহী সভাপতি উজ্জ্বল মালাকার, সাধারণ সম্পাদক নিলয় পাল, সাংগঠনিক সম্পাদক উৎপল ভৌমিক, কোষাধক্ষ পল্লব দাস, দপ্তর সম্পাদক সজিব দাস প্রমুখ। 

বক্তারা বলেন, প্রায় ২শ বছর ধরে হরিজন সম্প্রদায় বংশ পরম্পরায় এখানে বসবাস করছে। তারা পেশায় পরিচ্ছন্নতা কর্মী। তাদের কারণেই আমরা ঢাকা শহরে সুস্থ ও সুন্দরভাবে বসবাস করতে পারছি। হরিজন পল্লীর বাসিন্দাদের উচ্ছেদ না করে তাদের জন্য উন্নত বাসস্থান ও মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম