Logo
Logo
×

জাতীয়

এবার বেনজীরের রিসোর্ট থেকে কম্পিউটার গায়েব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১০:৩১ পিএম

এবার বেনজীরের রিসোর্ট থেকে কম্পিউটার গায়েব

ফাইল ছবি

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ক্রোক করা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার পার্কের নিয়োগ করা ম্যানেজার সারোয়ার আলম বাদী হয়ে ৫ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।
আসামিরা হলেন- সজীব মজুমদার (৩৩), সুরত রায় (২৩), অনিমেষ সেন (৩০), বিপ্লব বল (৪০) ও সঞ্জয় বল (২৮)।

শিক্ষাপ্রতিষ্ঠান ‘শনিবার বন্ধ’ থাকার বিষয়ে সিদ্ধান্ত কখন, জানালেন শিক্ষামন্ত্রী

মামলার এজাহারে বলা হয়েছে, আদালতে আদেশ আনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহমেদ ও তার পরিবারের বাদীর টাইপ করা সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্টের সম্পত্তি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক করা হয়। 

গত ৬ জুন এসব সম্পদের জন্য গোপালগঞ্জ জেলা মৎস কর্মকর্তা ও কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পরবর্তীতে আমাকে ম্যানেজার (এইচআর) হিসাবে নিয়োগ দেওয়া হয়। 

এজাহারে সারোয়ার আলম বলেন, ১২ জুন রাত সাড়ে ১০টায় অফিসের কাজ শেষ করে শয়ন কক্ষে এসে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। পরদিন ১৩ জুন সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো গোপালগঞ্জ সদর থানাধীন সাহাপুর ইউনিয়নের বৈরাগীতলা গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে আমার অফিসে যাই। অফিসে গিয়ে দেখি আমার অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। 

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করি। সংবাদ পেয়ে তিনি এবং আব্দুল কাদের, উপপরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দুদক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। 

পর্যালোচনায় দেখা যায়, ৩ জন লোক ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে মালামাল চুরি করছে। আশপাশের এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায়, ঘটনার সময় ওইসব ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও আসামিরা আমার প্রতিষ্ঠানে ১২ জুন রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল ৯টার মধ্যে যে কোনো সময় কৌশলে প্রবেশ করে আমার অফিস কক্ষে থাকা মালামালগুলো চুরি করে নিয়ে যায়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম