Logo
Logo
×

জাতীয়

ভয়ঙ্কর ‘ব্ল্যাকমেইলিংয়ের’ ফাঁদে থ্রি অ্যাঙ্গেল মেরিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১১:৪১ পিএম

ভয়ঙ্কর ‘ব্ল্যাকমেইলিংয়ের’ ফাঁদে থ্রি অ্যাঙ্গেল মেরিন

নৌযান মেরামতের নামে ফাঁদে ফেলে একটি চক্র সাত কোটি টাকা দাবি করছে বলে অভিযোগ করেছে থ্রি অ্যাঙ্গেল মেরিন নামের একটি বেসরকারি শিপইয়ার্ড কর্তৃপক্ষ। 

তাদের দাবি, ওই টাকা না দেওয়ায় ওই চক্র তাদেরকে নানাভাবে হয়রানির চেষ্টা করছে। 

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। 

‘পানির দামে’ প্লট-ফ্ল্যাট কেনেন বেনজীর

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন থ্রি অ্যাঙ্গেল মেরিনের উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম। 

তিনি বলেন, রাজধানীর অদূরবর্তী মুন্সীগঞ্জের গজারিয়ায় আমাদের থ্রি অ্যাঙ্গেল মেরিন শিপইয়ার্ডে মেরামতের জন্য গত বছরের ২২ মে টি টেকনাফ নামক একটি ৭৯ বছর বয়সি তেলবাহী জাহাজ নিয়ে আসেন মিলন হাজি, রফিক ও আবুল হোসেন নামের তিনজন ব্যক্তি। 

ওই জাহাজ মেরামতের পর মাসের পর মাস শিপইয়ার্ডে পড়ে ছিল। জাহাজ মেরামতের ৩০ লাখ টাকা বিল পরিশোধ করেননি রফিক। 

সম্প্রতি শিপইয়ার্ডসংলগ্ন নদীর ঘাট থেকে টি টেকনাফ নামক তেলবাহী জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিঁখোজের সময়ে ওই জাহাজে মালিকপক্ষের দুতিনজন কর্মচারী পাহারায় ছিল। জাহাজ নিখোঁজের কারণে সাত কোটি টাকা দাবি করে হেনস্তার চেষ্টা করছে ওই চক্র। এমনকি জাহাজ  নিখোঁজের পর পাহারায় থাকা ওই কর্মচারীদের ঠিকানা ও মোবাইল নম্বরসহ কোনো তথ্য শিপইয়ার্ডকে দিচ্ছেন না মালিকপক্ষ। 

মোহাম্মদ শহিদুল ইসলামের দাবি, মেরামতের টাকা পরিশোধ না করা এবং জাহাজ নিখোঁজের নামে উল্টো জরিমানা আদায় করতে ফাঁদ তৈরি করেছে এই চক্র। 

তিনি প্রশ্ন রেখে বলেন, ২০১৮ সালের ২৯ নভেম্বর সরকারি সংস্থা বিআইডব্লিউটিসি থেকে পরিত্যক্ত ও অকেজো জাহাজ হিসেবে এক কোটি ১১ লাখ টাকা কিনে মেসার্স মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠান। এক কোটি ১১ লাখ টাকার জাহাজের দাম কীভাবে সাত কোটি টাকা দাবি করতে পারে ওই চক্র। এতে স্পষ্ট যে, তারা এটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। 

শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, নৌযানটি ১৯৪৫ সালে নির্মাণ করা হয়। ১৯৭২ সালে এটি বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়। স্ক্র্যাপ বা পরিত্যক্ত জাহাজ একটি নির্দিষ্ট সময়ের পর কেটে ফেলার নিয়ম থাকলেও তা মানেনি ওই চক্র। 

তিনি বলেন, এই কোম্পানি দীর্ঘ ৫ বছরের বেশি সময় কোনো কারণে জাহাজ ফেলে রাখল তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

তিনি আরও অভিযোগ করেন, নিয়ম ভেঙে অনেক পুরোনো জাহাজ কিনে তা নতুন নামে রেজিস্ট্রেশন করে চালানোর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে সরকারের কাছে প্রতিকার চান তিনি। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে থ্রি অ্যাঙ্গেল মেরিনের পরিচালক রফিক হাসান, শেখ মাহমুদ হাসান ও এম এ রহমান আনসার উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম