Logo
Logo
×

জাতীয়

চাঁদপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তি

ভুতুড়ে আবেদনের অ্যাকাউন্ট অপসারণের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম

ভুতুড়ে আবেদনের অ্যাকাউন্ট অপসারণের নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য বেআইনি পদ্ধতিতে তৈরি করা অ্যাকাউন্টগুলো (অননুমোদিত হিসাব) সার্ভার থেকে ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ।

রোববার ওই কলেজে ভর্তির জন্য বেআইনি পদ্ধতিতে তৈরি করা অ্যাকাউন্টগুলো সার্ভার থেকে অপসারণের নির্দেশনা চেয়ে রিট করা হয়। ভুক্তভোগী ৩৩ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ এ রিট করেন।

২ জুন ওই কলেজের শিক্ষার্থীদের অজান্তে ভর্তির আবেদনপত্র গ্রহণ করার ঘটনায় প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনপত্র ছাড়াই বেআইনি পদ্ধতিতে তৈরি করা অ্যাকাউন্টগুলো সরানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম