Logo
Logo
×

জাতীয়

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১০:১০ পিএম

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। এছাড়া আজ থেকে ৪ জুন পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা খুঁজে খুঁজে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়াবেন। এ দিন জিরো থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের খাওয়ানো হয় নীল ক্যাপসুল। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর।

কুমিল্লায় সাড়ে ৯ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে দিনব্যাপী জেলার সর্বমোট চার ৯৩২টি কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের ১০৯টি কেন্দ্র এ ক্যাপসুল খাওয়ানো হয়। হবিগঞ্জে এক হাজার ৮৮৬টি কেন্দ্রে তিন লাখ ৫১ হাজার ৮৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। তিন হাজার ৭৭০ জন স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য বিভাগের প্রায় আড়াই হাজার কর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাজধানীর স্বাস্থ্য বিভাগের উপ-সচিব ইকবাল হোসেন ও হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হকসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 

টাঙ্গাইলে সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন কবির, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমান প্রমুখ। 

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ-সদস্য ছানুয়ার হোসেন ছানু। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভঁ‚ইয়া, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভোলা শহরের নলিনী দাস মাধ্যমিক বালিকা স্কুল কেন্দ্রে সকাল ৮টায় শিশুদের ভিটামন এ ক্যাপসুল খাইয়ে জেলার ৬৭ ইউনিয়নের এক হাজার ৬৮৯ কেন্দ্রে একযোগে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশু উপস্থিতি কম ছিল। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় অনেক শিশুর পরিবার অন্যত্র আশ্রয় নেয়। আবার অনেকে ত্রাণের জন্য ছুটছেন। ফলে ভিটামিন-এ শিশুদের খাওয়ার বিষয়টি ওইসব পরিবারের কাছে গুরুত্ব পায়নি। এজন্য সময়সীমা বাড়ানোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে এমন পরিস্থিতিতে আরও পাঁচ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। 

বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ডা. শিশির কুমার গাইন, ডা. তরিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মিজানুর রহমান প্রমুখ। 

কুড়িগ্রামের রৌমারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, আবাসিক মেডিকেল অফিসার শরিফ উদ্দিন প্রমুখ। উপজেলার ছয়টি ইউনিয়নের ২১২টি গ্রামে ১৪৫টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম