Logo
Logo
×

জাতীয়

আসিফ নজরুলের মতে যেভাবে জনপ্রিয় হতে পারে আ.লীগ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

আসিফ নজরুলের মতে যেভাবে জনপ্রিয় হতে পারে আ.লীগ 

আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে আওয়ামী লীগ কিভাবে জনপ্রিয় হতে পারে- সে বিষয়ে কিছু পরামর্শ তুলে ধরেছেন।

পোস্টে আলোচিত এই অধ্যাপক বলেন, আমার ধারণা আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার দিকে। জনপ্রিয়তা যে খুব প্রয়োজনীয় তা সম্ভবত দলের শীর্ষ নেতৃত্বও ভাবেন না। তবে আমি মনে করি, কিছু পদক্ষেপ নিলে আওয়ামী লীগের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা সম্ভব। 

১) দুর্নীতিবাজ, ব্যাংক লুটপাটকারী ও অর্থ পাচারকারী চক্রের কিছু শীর্ষ ব্যক্তির বিচার করে।

২) দলের নেতৃত্বে ত্যাগী ও সৎ নেতাদের সংখ্যা বৃদ্ধি করে। 

৩) দ্রব্যমূল্য রোধে সর্বাত্মক ব্যবস্থা নিয়ে।
 
৪) ভারত থেকে সরে এসে চীনমুখী পদক্ষেপ নিয়ে।

৫) বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হলে ভারত উদ্বেগ প্রকাশ করে, ঠিক সেভাবে ভারতে মুসলমানদের নির্যাতন হলে তার প্রতিবাদ করে। 

৬) ১৮ বছরের উপরে সবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে।
 
৭) সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে এবং সেখানে দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করে।
 
৮) বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে, ড. ইউনূসকে হয়রানি বন্ধ করে।
 
৯) কথাবার্তায় অশালীনতা, দম্ভ আর মিথ্যাচার কমিয়ে এনে।  

তিনি আরও বলেন, জনপ্রিয়তা তলানিতে থাকলে আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি তাই দেশের স্বার্থে প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম