বিএনপি নেতা ইশরাক অসুস্থ, রিমান্ড শুনানি ১৩ জুন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৮:০১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকাণ্ডে রাজধানীর পল্টন থানার মামলায় কারাগারে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ইশরাক হোসেনের উপস্থিতিতে এ মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তিনি অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন। ২৬ মে এ মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটনসহ আরও কোনো অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত আছে কি না তাদের তথ্য সংগ্রহসহ ও গ্রেফতারের জন্য আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।