Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের জসিমের বিরুদ্ধে মামলা খারিজ

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১০:১৪ পিএম

যুগান্তরের জসিমের বিরুদ্ধে মামলা খারিজ

যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা আলোচিত ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। 

বুধবার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব মামলাটি খারিজ করে দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক জসিমের আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদুজ্জামান। 

সাংবাদিক জসিম বলেন, শতভাগ সত্য নিউজ করার পরও আমার নামে হয়রানিমূলক মামলাটি করা হয়। আদালতের সমন জারির পর আমি জামিন নিয়েছি এবং নিয়মিত আদালতে হাজির ছিলাম। কিন্তু মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবু নিজেও হাজির হননি এবং আইনজীবীদের মাধ্যমে অভিযোগও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বারবার আদালতে সময়ের আবেদন করে সময়ক্ষেপণ করেছেন। এক পর্যায়ে আমার আইনজীবী আদালতে হয়রানিমূলক মামলাটি খারিজের আবেদন করেন। আদালত তাদেরকে দুদফায় আরও দুই মাসের সময় দেন। এরপরও তারা মামলাটির পক্ষে কোনো ধরনের কাগজপত্র দাখিল করতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দেন। 

জমি দখলের সংবাদের জেরে ২০২৩ সালের ১৬ আগস্ট ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম