পাঁচ বছরের সাজা: হাইকোর্টে খালাস পেলেন কুতুব উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৪, ১০:০৮ পিএম
পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গুলশানের ১০ কাঠার একটি প্লট কয়েকজন আত্মীয়ের নামে বরাদ্দ করে আত্মসাতের অভিযোগে দুদক তার বিরুদ্ধে ওই মামলা করেছিল।
বুধবার বিচারপতি মোহাম্মদ উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে কুতুব উদ্দিনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
এ মামলায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। এছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।
কুতুব উদ্দিনের অন্যতম আইনজীবী নাজমুল হাসান রাকিব বলেন, রাজউকের অধিগ্রহণ করা ওই সম্পত্তি ভূমি মন্ত্রণালয় থেকে অবমুক্ত করার ক্ষেত্রে কুতুব উদ্দিন কোনোরূপ প্রভাব খাটিয়েছেন কিংবা তার ভূমিকা ছিল বলে সাক্ষ্যপ্রমাণে প্রতীয়মান হয়নি বলে রায়ে এসেছে। বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে কুতুবের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালত বিচারিক আদালতের সাজার রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন। ফলে কুতুব উদ্দিনের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
অবশ্য দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।