Logo
Logo
×

জাতীয়

চুরির মামলায় বিপিএল হাউজিংয়ের সাবেক প্রকল্প পরিচালক কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

চুরির মামলায় বিপিএল হাউজিংয়ের সাবেক প্রকল্প পরিচালক কারাগারে

কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে করা মামলায় বিপিএল হাউজিংয়ের অব্যাহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। 

বুধবার মামলার বাদীপক্ষের আইনজীবী এসএম ফরমানুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেন। 

তিনি জানান, বিপিএল হাউজিং প্রকল্প পরিচালক থাকাকালে শাহাবুদ্দিন লস্কর ধীরা তারই মালিকানাধীন অপর হাউজিং কোম্পানি জিয়ো প্রপার্টিজ থেকে একটি ফ্ল্যাট কেনেন। বিপিএল হাউজিং নামে কেনা ওই ফ্ল্যাটের মূল্য বাবদ এক কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা ৪৮টি চেকের মাধ্যমে ৯ কিস্তিতে পরিশোধ করেন।

নানা অনিয়মের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে অফিস ত্যাগের পূর্বে বিপিএল হাউজিংয়ের উত্তর ধানমন্ডির অফিস থেকে ফ্ল্যাট কেনার মূল ডিড, মানি রিসিটের সমস্ত মূল কপি এবং ৬৮টি মূল দলিল চুরি করে নিয়ে যান। 

জানা গেছে, বায়ো গ্রুপের ডিএমডি সাইফুল আমিন বাদী হয়ে চলতি বছরের ৭ মার্চ কলাবাগান থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন শেষে গত ১৪ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত বাদীপক্ষের কাগজপত্র উপস্থাপনসাপেক্ষে (সোমবার ২০ মে) শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষ সব নথিপত্রসহ ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ আদালতে উপস্থাপন করে। শুনানি শেষে মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অপর আসামি মো. মজিবর রহমানের জামিন মঞ্জুর হয়। শাহাবুদ্দিন লস্কর ধীরা খুলনা মহানগরীর ৮৬, দোলখেলা ইসলামপুর রোডের মৃত সোহরাব আলী লস্করের ছেলে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম