Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেল ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই: কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০২:২৭ পিএম

মেট্রোরেল ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই: কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের পিলারগুলো পোস্টার দিয়ে ভরে ফেলেছে। এগুলো অপরিচ্ছন্ন, নোংরা। মেট্রোরেলগুলো ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রোরেল আমাদের সম্পদ।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহণ মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিল। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এ সিদ্ধান্ত ভুল। এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয় আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর। এখানে কোনো শব্দ দূষণ নেই। তিন লাখ লোক উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম