Logo
Logo
×

জাতীয়

সনদ বাণিজ্য

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রীর জামিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১১:২৬ পিএম

কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রীর জামিন

ফাইল ছবি

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন। এর আগে ২৩ এপ্রিল দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক আমিরুল ইসলাম।

তদন্ত শেষ না হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে সেহেলাকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে। এরপর তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ডিবির সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সেহেলার বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকা-পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম