বরিশাল-৬ আসনের এমপিকে চিঠি, প্রকাশ্যে ভোট দেওয়ার ব্যাখ্যা চেয়েছে ইসি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৯:৪২ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ব্যাখ্যা চেয়ে স্থানীয় সংসদ-সদস্য (এমপি) আবদুল হাফিজ মল্লিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে বুধবার বেলা ১২টায় ইসি সচিবালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই চিঠিতে প্রকাশ্যে ভোট দেওয়ায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এদিকে অপর এক চিঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানকে ইসিতে তলব করা হয়েছে। তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, এর ব্যাখ্যা দিতে বুধবার বেলা ১১টায় ইসিতে হাজির হতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সোমবার পৃথক এ দুই চিঠি পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে।
ইসি জানিয়েছে, ৮ মে প্রথম ধাপে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হয়। ওইদিন আবদুল হাফিজ মলিক ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন। এর ভিডিও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর বিধি ৭৮-এর বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছে কেন চিঠি দেওয়া হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।
আচরণবিধি লঙ্ঘন করায় শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থীকেও তলব: শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মো. হাসানকে তলব করেছে ইসি। তাকে দেওয়া ইসির চিঠিতে কয়েকবার আচরণবিধি লঙ্ঘন এবং ওইসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, আপনাকে কারণ দর্শানোর নোটিশ ও দণ্ড দেওয়ার পরও নির্বাচনি আচরণ বিধিমালা মেনে চলছেন না, যা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য অন্তরায়। আপনার প্রার্থিতা কেন বাতিল করা হবে না এবং আইনানুগ অন্য কার্যক্রম গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ উপজেলায় ২১ মে ভোটগ্রহণ হবে।