Logo
Logo
×

জাতীয়

‘আনু মুহাম্মদ জুতা-মোজা পরে নিজে নিজেই হাঁটতে পারবেন’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পিএম

‘আনু মুহাম্মদ জুতা-মোজা পরে নিজে নিজেই হাঁটতে পারবেন’

ফুলবাড়ি থেকে আসার পথে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ কোনো কিছুর সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার করা হয়েছে।  

এ তথ্য জানিয়ে মঙ্গলবার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, 'আনু মুহাম্মদ ভাল আছেন। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা-মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।'

তিনি বলেন, 'রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার হয়। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চারটা আঙুলের হাড় বের হয়েছিল। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল।'

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে আনু মুহাম্মদের পায়ের আঙুল বিচ্ছিন্ন

ডাক্তার জানান, তার উরু থেকে চামড়া নিয়ে পায়ের আঙুল রিপিয়ারিং করা হয়েছে এবং ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আশা করি ঠিক হয়ে যাবে, আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে।  

গত ২১ এপ্রিল সকালে খিলগাঁও ক্রসিংয়ে ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় পায়ের আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। দুদিন পর তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের পরামর্শে আনু মুহাম্মদকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলেছেন জুতা-মোজা পরে আগের মত হাঁটতে পারবেন আনু মুহাম্মদ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম