Logo
Logo
×

জাতীয়

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৫ পিএম

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্রের যে চর্চা এবং সৌন্দর্য সবকিছু নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো’। চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টিও একইরকম। 

সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এজন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণের প্রত্যাশা মতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা আসার পরে বিভিন্ন পর্যায়ে ১ হাজার ২শ’র মতো ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে- পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম