Logo
Logo
×

জাতীয়

কেএনএফ এবার হামলা চালিয়েছে যৌথবাহিনীর চেকপোস্টে

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:০৮ এএম

কেএনএফ এবার হামলা চালিয়েছে যৌথবাহিনীর চেকপোস্টে

কেএনএফ এবার বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকার যৌথবাহিনীর একটি চেকপোস্টে হামলা করেছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে এই হামলা করা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বেশ কিছু সময় গোলাগুলি হয় যৌথ বাহিনীর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান।

তিনি বলেন, ‘গাড়ি চালিয়ে যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়।

থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে গোলাগুলি থামে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম